কুষ্টিয়ায় রাতের আধারে দূর্গা প্রতিমা সহ অন্যান্য মূর্তি ভাঙচুর

কুষ্টিয়ায় রাতের আধারে দূর্গা প্রতিমা সহ অন্যান্য মূর্তি ভাঙচুর

কুষ্টিয়ায় রাতের আধারে দূর্গা প্রতিমা সহ অন্যান্য মূর্তি ভাঙচুর
কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার আইকা সংঘ পুজা মন্ডপে মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ আজ ২২ সেপ্টেম্বর রোজ বুধবার সকাল ৭টার দিকে পুজা মন্ডপে গিয়ে প্রতিমা ভাঙার এ দৃশ্য দেখতে পান। এ ঘটনায় সনাতন ধর্ম্বাবলম্বীসহ স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নিলয় কুমার সরকার জানান, সনাতন ধর্মের মানুষদের সবচেয়ে বড় দর্মীয় উৎসব আসন্ন দুর্গ পুজা উপলক্ষে আড়-য়াপড়া হেমচন্দ্র লাহিনী লেনের ওই মন্ডপে প্রতিমা তৈরীর কাজ চলছিল। এখানে সাম্প্রদায়িকতার কোন বিষয় নেই। এই মন্ডপে হিন্দু মুসলিম একসাথে পুজো করে। পূজা উদযাপনের জন্য মুসলমানরাও টাকা দেন এই মন্ডপে। স্থানীয়দের মাঝে সম্প্রীতির যে বন্ধন রয়েছে সেটি নষ্ট করতে কোন দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি মন্তব্য করেন। এই প্রতিমা ভাঙ্গার সাথে যারা জড়িত তাদের দ্রæত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন আইকা সংঘ মন্দিরের সভাপতি প্রদীপ কুমার সাহা ।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার পর মন্ডপ কমিটির লোকজন বাড়ি চলে যান। আজ বুধবার সকাল ৭টার দিকে তারা মন্ডপে গিয়ে দেখতে পান, দুর্গা, লক্ষ্মী, কার্তিক ও অসুর প্রতিমার মাথা সম্পূর্ণ রূপে ভেঙে ফেলা হয়েছে। এছাড়া স্বরস্বতীসহ অন্যান্য প্রতিমাগুলোরও ক্ষতি সাধন করা হয়েছে। আগামী ৬ অক্টোবর মহালয়ার মাধ্যমে এ উৎসব শুরু হওয়ার কথা। এরই মাঝে এভাবে প্রতিমা ভাঙচুরের ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এলাকার সচেতন মহল এর প্রতিবাদ জানিয়েছে। জেলা পুলিশের কর্মকর্তারা সকালে মন্ডপ পরিদর্শন করে দুর্বৃত্তদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।

নিউজ: https://amardeshpbd.com/?p=19415

Published on: Thursday, 23 September 2021, 10:43 pm | Not updated since Thursday, 23 September 2021, 10:43 pm | Total views: 364.