The human chain against atrocities on Hindus in Bangladesh
October 19, 2021জয়পুরহাটে মন্দিরে মূর্তি ভাঙচুর
জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার এলাকায় দুটি দূর্গা মন্দিরে মূর্তি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় লাল বাবু (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার শুকতাহার এলাকার বাসিন্দা। তার বাবার নাম করিম মন্ডল। শুক্রবার গভীর রাতে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম ও স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিরা মন্দির দুটি পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার মধ্য পাড়া ও পূর্ব সার্বজনীন দুর্গা মন্দিরে শুক্রবার গভীর রাতে কয়েকটি মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আসন্ন দুর্গাপুজা উপলক্ষে এগুলো তৈরি করা হয়েছিল মন্দির দুটিতে। হঠাৎ করে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে সেগুলো ভাঙচুর করেছে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, মন্দিরের মূর্তি ভাঙচুরের ঘটনায় লাল বাবু নামে এক যুবককে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।