বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে অনশন

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে অনশন

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে অনশন
সম্প্রতি দূর্গাপুজা উদযাপনের সময় বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর বর্বর নির্যাতন-নিপীড়ন, বাড়িতে অগ্নিসংযোগ ও হত্যাকান্ডের প্রতিবাদে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে সুনির্দিষ্ট দাবি নিয়ে আমরণ অনশন করছেন সেকু্লার মুভমেন্ট বাংলাদেশ এর সভাপতি, লন্ডন রেডব্রিজ কাউন্সিলের লেবার দলীয় কাউন্সিলর পুষ্পিতা গুপ্ত। আজ ১৯ অক্টোবর লন্ডন সময় সকাল ৬ টা থেকে তিনি দাবিসম্বলিত বিভিন্ন লিফলেট প্লেকার্ড, পোষ্টার নিয়ে অনশণ শুরু করেছেন। তার এই অনশনে একাত্মতা প্রকাশ করে প্রবাসী বাংলাদেশীরাও অংশ নিয়েছেন।
অনশনে উপস্থাপিত দাবিগুলো হচ্ছে:
১, বছরের সবচেয়ে পবিত্র ধর্মীয় উৎসব উদযাপনের সময় হিন্দুদের রক্ষা না করার জন্য বাংলাদেশ সরকারের নিকট থেকে অনতিবিলম্বে ক্ষমা প্রার্থনা।
২, সমস্ত হিন্দু উৎসব, জীবন ও সম্পদের সুরক্ষার জন্য পুলিশ এবং প্রশাসনের কাছ থেকে জবাবদিহিতা এবং ত্বরিত পদক্ষেপ।
৩, গত সপ্তাহে সংগঠিত নৃশংসতার শিকার মানুষদের সুষ্ঠ বিচার নিশ্চিত এবং উপযুক্ত ক্ষতিপূরণ।
৪, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রয়োগ এবং সকল অপরাধীদের বিচার, তাদের অপরাধকে এক ধরনের উগ্রবাদী সন্ত্রাস হিসেবে বিবেচনা করা।
৫। নিরীহ নিহতদের প্রতি দুঃখ প্রকাশ ও সংহতি প্রকাশের জন্য হাই কমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা এবং ভবিষ্যতের জন্য:ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে হিন্দুদের বিরুদ্ধে ছদ্ম ব্লাসফেমি আইনের প্রথা বন্ধ করতে হবে। একটি সহনশীল ও উদার তরুণ প্রজন্ম তৈরির জন্য প্রতিটি স্তরে শিক্ষা পাঠ্যক্রম ধর্মনিরপেক্ষ ও মানবিক দর্শনের আলোকে সংস্কার করা উচিত।
৬। রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্রকে ১৯৭২ সালের সংবিধানের পূর্ণাঙ্গ পূণঃপ্রতিষ্ঠার মাধ্যমে শক্তিশালী করতে হবে এবং সকল ধর্মীয় সংখ্যালঘুদের মত প্রকাশের স্বাধীনতা এবং তাদের নিজস্ব ধর্ম পালনের অধিকার দিতে হবে।

Published on: Tuesday, 19 October 2021, 04:20 pm | Not updated since Tuesday, 19 October 2021, 04:20 pm | Total views: 656.