জয়পুরহাট ও দিনাজপুরে ‘আক্রান্ত’ নারীদের ফুটবল

জয়পুরহাট ও দিনাজপুরে ‘আক্রান্ত’ নারীদের ফুটবল

জয়পুরহাট আক্কেলপুরে স্থানীয় টি স্টার ক্লাবের উদ্যোগে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে গত ২ নভেম্বর আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে খেলা দেখার জন্য টিকিটের ব্যবস্থা করা হয়েছিল।

টুর্না্মেন্টের ফাইনাল এবং ফাইনাল উপলক্ষে নারীদের ম্যাচহওয়ার কথা ছিল বুধবার। রংপুর ও ঠাকুরগাঁওয়ের দুইটি টিমের ওই প্রীতি ম্যাচে অংশ নেয়ার কথা ছিল। এজন্য এলাকায় ব্যাপক প্রচারও চলছিল। কিন্তু মঙ্গলবার বিকালে ‘বিক্ষুব্ধ মুসল্লিদের’ ব্যানারে কয়েকশ’ লোক মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে ফেলে। সামিউল হাসান ইমন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আসরের নামাজের পরে স্থানীয় কিছু লোক জামায়াতের লোকজনকে সঙ্গে নিয়ে হামলা চালায়। তারা মাঠের টিনের দেয়াল ভেঙে ফেলেছে।”

দিনাজপুরে ম্যাচ বন্ধের চেষ্টার প্রতিরোধ, সংঘর্ষ

অন্যদিকে, মঙ্গলবার দিনাজপুরের হাকিমপুরে প্রমীলা ফুটবল আয়োজনকে কেন্দ্র করে আয়োজক কমিটি ও তৌহিদি জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে নারীও রয়েছেন৷ স্থানীয়রা জানান, বিকালে স্থানীয় বাওনা ছাত্রকল্যাণ সমবায় সমিতি বাওনা মাঠে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। এতে দিনাজপুর জেলা নারী ফুটবল একাডেমি বনাম রংপুর বিভাগীয় নারী দলের অংশগ্রহণ করার কথা ছিল। ম্যাচ উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে প্রচার চালানো হয়। নারী ফুটবলাররা খেলবেন শুনে ম্যাচ বন্ধে তৌহিদি জনতার ব্যানারে উপজেলার বাওনা গ্রামসহ বিভিন্ন গ্রামে সকাল থেকে পাল্টা মাইকিং করা হয়। পাল্টাপাল্টি মাইকিং হওয়ায় এলাকায় সকাল থেকে উত্তেজনা ছড়ায়। বিকাল ৩টায় খেলা শুরু হলে তৌহিদি জনতার ব্যানারে কিছু লোক বাধা দিলে আয়োজক কমিটির সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজন স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

Published on: Sunday, 2 February 2025, 12:02 am | Last update: Sunday, 2 February 2025, 12:05 am | Total views: 60.